নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে এক জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, ঢাকার কর্মসূচির পর উত্তরাঞ্চল থেকে ঢাকার বাইরের নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত আমির। তার সফরকে কেন্দ্র করে রংপুর, দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি।
২৩ জানুয়ারি সকাল থেকে শুরু হবে এই নির্বাচনী সফর। সফরের প্রথম দিনে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে এক জনসমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
২৪ জানুয়ারি সকালে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির। পরে সকাল ১০টায় গাইবান্ধায় অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা। এসব কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগেও অংশ নেবেন ডা. শফিকুর রহমান।