মোঃ আহসান হাবীব সুমন, জামালপুর হয়ে গৌরাঙ্গ বিশ্বাস বিষেশ প্রতিনিধি: জামালপুর নব ঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিরের দাবিতে বিক্ষোভ ও কালো পতকা মিছিল করেছে ত্যাগী ও পদ বঞ্চিত ছাত্র নেতারা জামালপুর।
আজ (রবিবার ) দুপুর শহরের লম্বা গাছ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন মেডিকেল রুট হয়ে তামালতলা মোড়ে সমাপ্তি হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক মেডিকেল রুট প্রদক্ষিণ করে শহরের তামালতলা মোড়ে গিয়ে রাস্তায় বিক্ষোভ করে।
উক্ত কালোপতকা ও বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন মোঃ হাদিউল ইসলাম রাব্বি সাবেক যুগ্ন- সাধারন সম্পাদক জেলা ছাত্রদল, সভাপতিত করেন মোঃ সৈকত সালমান সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহর ছাত্রদল, আরো বক্তব্য দেন মোঃ পপেল মাহমুদ সাবেক সহ- দপ্তর সম্পাদক জেলা ছাত্রদল, নাজমুস সাকিব তনময় সাবেক সহ-সাধাণ সম্পাদক শহর শাখা, মোঃ আহম্মদ বাবু সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ৫ নং ওয়ার্ড পৌর শাখা, রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ২ নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদল, মোঃ আবুসাইদ সানন্ত সাধারণ সম্পাদক ৭ নং গোরাধাপ ইউনিয়ন শাখা, মোঃ সামিদুল ইসলাম ৩ নং লক্ষ্মীরচর ইউনিয়ন শাখা।বক্তারা অবিলম্বে নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করার আহবান জানান।
এসময় পদবঞ্চিত ত্যাগী জেলা,শহর,ওয়ার্ড, ইউনিয়ন ছাত্র দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।