মোঃ আব্দুল আউয়াল খান,স্টাফ রিপোর্টর ময়মনসিংহ, নেএকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ শুরু হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা জামায়েতে ইসলামের আমীর সাদেকুল ইসলাম ,কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকনসহ সর্বস্তরের মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রাণিসম্পদ সপ্তাহে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী। আগামী কয়েক দিনে ভ্যাকসিনেশন ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে মতবিনিময়সভা এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শেষ হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘খামারিদের নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জনগণের অংশগ্রহণ আশাব্যঞ্জক।’