মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিতে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাটি টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার প্রদক্ষিণ করে টঙ্গিবাড়ী নির্মাণাধীন শিশু পার্কে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। তিনি বলেন,
“বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ঢালী মোহাম্মদ ওয়াহিদ কামরুজ্জামান তপন ঢালী, নুরে আলম সরদার, দেলোয়ার হোসেন দিলু, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলিউল্লাহ খান মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, টঙ্গিবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, টঙ্গীবাড়ি উপজেলা যুবদল নেতা রাসেল মল্লিক,হাসেমসরদার, আলমগীর মল্লিক। আব্দুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজান মৃধা
এবং লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
র্যালি ও সমাবেশে মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমবেত হন।