আবুল হাসনাত তুহিন প্রতিনিধি : ফেনীতে শিশুশ্রম নিরসনে পরির্দশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার সকালে কল কারখানা প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের উদ্যোগে শহরের সদর হাসপাতাল ও হাজারী রোডে এ পরির্দশন সভা অনুষ্ঠিত হয়।
পরির্দশনে কল কারখানা প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের স্বাস্থ্য পরির্দশক শ্যমল চন্দ্র সরকার,শুভংকর দত্ত, পরির্দশক সাধারণ রোমান মিয়া, ফেনী চেম্বারের বজলুল করিম মজুমদার হারুন, সাংবাদিক ইলিয়াছ সুমন উপস্থিত ছিলেন। পরির্দশনে বিভিন্ন গ্যারেজ,ওয়াকসফ,হোটেল,বেকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম নিরসনে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে আহব্বান জানানো হয়।এসময় জনসচেতনতা মূলক লিফলেট স্টিকার বিতরন করা হয়। কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরির্দশক প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদ জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ফেনীর আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকা সমূহে শিশু শ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ সভা, বিশেষ পরিদর্শন সভা লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রতিষ্ঠান মালিকদের সচেতন করা হচ্ছে। আগ থেকে ফেনীতে শিশু শ্রম কমে এসেছে।