“হাইপার বয়ে স্টান রাইডার্স আয়োজিত এক সাইকেল র্যালি আয়োজনা করেন,
সুস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পাড়া মহালয় তরুণ প্রজন্মের মাঝে সাইক্লিং উদ্বুদ্ধকরণে
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আমিরনুল ইসলাম টুববুস সাইকেল র্যালি উদ্বোধন
সময় বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ, পুরুষের পাশাপাশি নারীদের সাইক্লিংএ এগিয়ে আসতে হবে।
আমরা আগামীতে একটি সাইকেল র্যালি করতে চাই ছাদ বাগান ধ্বংস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান বাদশা, একশত বেশি
সাইক্লিস্টরা রংবেরঙের টি-শার্ট পরে র্যালিতে অংশ নিয়ে বিভিন্ন এরিয়ায়
প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মাঠের সামনে এসে শেষ হয়।