1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডা. জোবাইদা রহমান: পরিচয়ের বাইরে এক অনন্য নারী চিকিৎসক খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৭২ শিশু হাফেজের কণ্ঠে ১০০ বার কোরআন খতম চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সভাপতি হলেন প্রদীপ কুমার দত্ত অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি নিযুক্ত সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি, ৭ ডিসেম্বর থেকে কার্যকর শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “সময়ে দেশে ফিরেই নেতৃত্ব দেবেন তারেক রহমান: রিজভী” দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

লজ্জার রেকর্ড ‘ডাক’ এ শীর্ষস্থানে বাংলাদেশের ব্যাটাররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্যাটাররা দুটি অবস্থানে কখনোই থাকতে চাইবেন না। প্রথমটি হলো শূন্য রানে আউট হওয়া অন্যটি ৯৯ রানে। দ্বিতীয়টির বেলায় আক্ষেপে পুড়লেও সাজঘরে মুখ উঁচু করেই ফেরেন ব্যাটাররা, আর প্রথমটির বেলায় মুখ লুকিয়ে।

তাই শূন্য রানে আউট বা ক্রিকেটীয় ভাষায় ‘ডাক’ মেরে সাজঘরে ফিরতে চাইবেন না কেউই। তবে না চাইলেও তো হবে না, সেঞ্চুরি হাঁকানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমে অনেকে ‘গোল্ডেন ডাক’ নিয়ে ফেরেন।

এ বছর কোন দল ‘ডাক’ মারায় এগিয়ে? – সে পরিসংখ্যানও রাখে ক্রিকেট।

আর পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে মোট ৬৬ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। যেহেতু এ বছরে বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ নেই। তাই ৬৬-তেই সন্তুষ্ট হয়ে থাকতে হবে টাইগারদের।

তবে বাংলাদেশকে এ লজ্জার রেকর্ড থেকে রেহাই দিতে পারে আপাতত দুইয়ে থাকা ইংল্যান্ড। চলতি অ্যাশেজে দলটির ‘ডাক’ সংখ্যা ৬০। ৫০ ‘ডাক’ নিয়ে তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ ‘ডাক’ নিয়ে চারে ভারত।

‘অনাকাক্ষিত’ এই রেকর্ডে দলীয়ভাবে শীর্ষে থাকার পর আরও একটি রেকর্ডে অন্য সব দলকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ২৫ খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের ২৮ ও ভারতের ২৪ খেলোয়াড় মিলে নিজ নিজ দলের হয়ে এ বছর ‘ডাক’ মেরেছেন। আর বাংলাদেশের বেলায় এ সংখ্যা ২৬জন।

এ বছর ওয়ানডেতে ১৪ বার শূন্য রানে আউট হয়ে শীর্ষস্থানে বাংলাদেশের ব্যাটাররা। এরপর যথাক্রমে ১২, ১১ ও ১০ ডাক নিয়ে পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এ রেকর্ডে টি–টোয়েন্টিতেও শীর্ষে বাংলাদেশ। ১৫ ম্যাচে ২৯ বার ডাক মেরেছেন সবার উপরে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের পর রয়েছে নাইজেরিয়া (২২), স্কটল্যান্ড (২১) ও সিয়েরা লিওন (১৮)।

তবে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ধরলে দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড, ১৭টি। টেস্ট ফরম্যাটে কিছুটা হলেও মান রক্ষা হয়েছে মুমিনুল বাহিনীর।

অভিজাত ফরম্যাটে শীর্ষে ইংল্যান্ড ও ভারত। ইংল্যান্ডের ১৯ খেলোয়াড় মিলে ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারত ৩৪বার। সেখানে ৭ টেস্ট খেলেই বাংলাদেশের ১৪ ব্যাটার ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com