1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র শাবান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ধানের শীষে কুমিল্লা–০১: ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রার্থীতা আনুষ্ঠানিক মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের ২০তম মৃত্যুবার্ষিকী দাউদকান্দি–মেঘনা–তিতাসের গণমানুষের নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ মেঘনায় ঐতিহাসিক আবেগ: জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে শেষবারের মতো ভোট দেওয়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ বিএনপি দাউদকান্দিতে ২৫ জানুয়ারি বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দাউদকান্দিতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় গোয়ালমারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধানের বিএনপিতে যোগদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মেঘনায় ঐতিহাসিক আবেগ: জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে শেষবারের মতো ভোট দেওয়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

মেঘনা উপজেলা বিশেষ প্রতিবেদক  : মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক গভীর আবেগঘন ও গর্বিত প্রত্যাশা। তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন একটি ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে পেরে—বর্ষীয়ান জননেতা, জাতীয় রাজনীতির জীবন্ত কিংবদন্তি, সর্বজন শ্রদ্ধেয় ড. খন্দকার মোশাররফ হোসেনের শেষ নির্বাচনে তাকে ভোট দেওয়ার সেই অনন্য মুহূর্তটি হৃদয়ে ধারণ করার সুযোগ পাওয়ায়।
নেতাকর্মীদের ভাষায়, এটি কেবল একটি ভোট নয়—এটি ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার, কৃতজ্ঞতা প্রকাশের এবং একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিরল সুযোগ।
ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনার মানুষের কাছে শুধু একজন সংসদ সদস্য প্রার্থী নন। তিনি জাতীয় পর্যায়ের একজন প্রভাবশালী নীতিনির্ধারক, মহান মুক্তিযুদ্ধের বীর সংগঠক, তিনবারের সাবেক সফল মন্ত্রী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, দক্ষতা ও ত্যাগের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজও দেশের রাজনীতিতে আলোকবর্তিকা হয়ে আছে।
বিএনপির নেতাকর্মীরা মনে করেন, ড. মোশাররফ হোসেনের কর্মী হওয়াই যেন এক ধরনের রাজনৈতিক মর্যাদা। তার আদর্শে অনুপ্রাণিত হওয়া মানেই জনগণের প্রতি দায়বদ্ধ থাকা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া এবং দেশ ও মানুষের জন্য কাজ করার শপথ গ্রহণ করা। তাদের বিশ্বাসে, স্যারের কর্মী হওয়াই এমপি হওয়ার সম্মানের সমতুল্য।
আসন্ন নির্বাচনে দৃঢ় প্রত্যয় ও ঐক্যবদ্ধ শক্তিতে জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে পুনরায় সংসদ সদস্য হিসেবে বিজয়ী করে আনার অঙ্গীকার করেছেন মেঘনার বিএনপি নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা—তার অভিজ্ঞ নেতৃত্ব ও রাষ্ট্রনায়কসুলভ দূরদর্শিতায় মেঘনা উপজেলা একটি উন্নয়নবান্ধব, মানবিক ও আধুনিক জনপদে রূপ নেবে।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে মেঘনার যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা বাস্তবায়নে ড. মোশাররফ হোসেনের নেতৃত্বেই নতুন অধ্যায় রচিত হবে—এমনটাই বিশ্বাস স্থানীয় নেতাকর্মীদের। এর
তারা দৃঢ় কণ্ঠে বলেন, “জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের আসনভুক্ত হওয়া মানেই উন্নয়ন, অগ্রগতি ও সম্মানের পথে এগিয়ে যাওয়া।” এই নির্বাচন তাদের কাছে নিছক একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়; এটি মেঘনার ভবিষ্যৎ নির্মাণের এক ঐতিহাসিক সংগ্রাম।
ঐক্য, নিষ্ঠা ও গণমানুষের অকুণ্ঠ সমর্থনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে মেঘনাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তারা—ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com