বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আজ ১লা জুন’২০২৫ রবিবার ঢাকা দক্ষিণ নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃনং ৩২৫৬ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মিলাদ মাহফিল ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
এস এম মোশাররফ হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন – সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার – মকবুল হোসেন টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আঃ কাদের,
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক মোঃ সুমন ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক -মুকিতুল আহসান রঞ্জু, ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি নাজমুল হাসান মানিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, মোঃ রফিক,
আজিজুল ইসলাম সুজন,আঃ কাইয়ুম, মোঃ কামাল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন -ইউনিয়নের নেতা আলতাফ হোসেন সরদার এবং নাতিদীর্ঘ মোনাজাত পরিচালনা করেন – সভাপতি এস এম মোশাররফ হোসেন মিলন। মোনাজাত শেষে উপস্থিত প্রায় ৬ শত নেতাকর্মীকে খিচুরী খাওয়ানোর মাধ্যমে আপ্যায়ন করা হয়।