1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডা. জোবাইদা রহমান: পরিচয়ের বাইরে এক অনন্য নারী চিকিৎসক খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৭২ শিশু হাফেজের কণ্ঠে ১০০ বার কোরআন খতম চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সভাপতি হলেন প্রদীপ কুমার দত্ত অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি নিযুক্ত সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি, ৭ ডিসেম্বর থেকে কার্যকর শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “সময়ে দেশে ফিরেই নেতৃত্ব দেবেন তারেক রহমান: রিজভী” দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

‌‘দলমত নির্বিশেষে আমার জন্য যারা নেমেছে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশেই হচ্ছিল। কিন্তু আমার সমর্থক ও যারা নৌকার পক্ষে নামেনি তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে। আমার জন্য যারা নেমেছে দলমত নির্বিশেষে। তাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে এবং বলে আসছে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে। এভাবে সরকারি হস্তক্ষেপ হচ্ছে। আমি চাই নির্বাচনে যেন জনগণের রায়ের প্রতিফলন ঘটে। এটা না হলে সবচেয়ে বেশি বিতর্কিত হবেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। মানুষ বলবে তিনি নিজের প্রার্থীকে জেতাতে বাড়ি বাড়ি পুলিশ পাঠাচ্ছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে বন্দরের ২৭ নং ওয়ার্ডের মদনপুর বাসস্ট্যান্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তৈমূর।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে সেভাবে নির্বাচন কমিশন ও পুলিশকে নির্দেশ দেন। আমাদের নেতাকর্মী ও আমার পক্ষে যারা কাজ করছে তাদের হয়রানি করা হচ্ছে, হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সব বলেছি। তারা নির্ধারিত মাপের বাইরে বড় বড় বিলবোর্ড তৈরি করেছে, পাইপাড়ায় সে (আইভী) নয়টা ক্যাম্প করেছে। বেশ কয়েকটা জায়গায় গেট করে নৌকা স্থাপন করেছে। আমি ডিসি এসপিকে জানিয়েছি, তারা বলেছে এগুলো ভেঙে দিবে। কিন্তু তারা ভাঙেনি। ”
তৈমূর বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলেই চলে। ব্যক্তি যেই হোক। তাদের নিরপেক্ষ থাকতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে কে গডফাদার কে গডফাদার না, কে উইনেবল ক্যান্ডিডেট কে উইনেবল না, সেটা সব মাননীয় প্রধানমন্ত্রী জানেন। নারায়ণগঞ্জ একটি রাজনৈতিক সূতিকাগার। এই নারায়ণগঞ্জে স্বাধীনতার পর থেকে সরকারি দল সমর্থিত কোনো প্রার্থী জয়লাভ করেনি। ২০১১ সালে আমি বসে যাওয়ার পর আইভী জিতেছিল। সে কিন্তু বিদ্রোহী হিসেবে জিতেছে। বিএনপির সময় আমরা যে ক্যান্ডিডেট দিয়েছিলাম সেও হেরেছে। চুনকা ভাইয়ের সাথে যখন নাজিমুদ্দিন মাহমুদ পাস করে তখন চুনকা ভাই সরকারি সমর্থন পেয়েছিল। সরকারি সমর্থনটা নারায়ণগঞ্জবাসীর জন্য ফ্যাক্ট না।

তৈমূর বলেন, নারায়ণগঞ্জবাসী দেখবে তার কর্ম। তারা দেখবে একটা প্রার্থীর জনগণের সাথে সম্পৃক্ততা। আজকে আঠারো বছরের যে ব্যর্থতা এবং ঠিকাদার সিন্ডিকেট। হোল্ডিং ট্যাক্সসহ সকল ট্যাক্স বৃদ্ধি, মানুষ সেবা, পানি পাচ্ছে না। জলাবদ্ধতা যানজটসহ সবকিছু মিলিয়ে জনগণ আমাকেই ভোট দিবে।

তিনি আরো বলেন, মেয়র আইভীর বক্তব্যে পরিষ্কার, আমার দলে কোন বিভাজন নেই। তার দলে বিশাল বিভাজন রয়েছে। শামীম ওসমানকে নিয়ে কথা ওঠে তার বাপ, দাদা, এমপি ছিল। তারা যে আইভীর পক্ষে না এটা আমরা বলি না, এটা আইভী নিজেই বলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com