বরিশাল প্রতিবেদক : বরিশাল শহরের রূপাতলি এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সে”(কওমি মাদ্রাসা)’র উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদের সম্প্রতি কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির নবগঠিত উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দরা হলেন,
চেয়ারম্যান- আলহাজ্ব মাওলানা মির্জা আবু জাফর বেগ, উপদেষ্টা- হাফেজ মাওলানা মির্জা জুনায়েদ বেগ, মির্জা ফয়সাল বেগ, মাওলানা মির্জা আরাফাত বেগ, আহসান হক, মোহাম্মদ আমিন হক পারভেজ, হাফেজ মাওলানা মির্জা জিয়াউল করিম বেগ,
হাফেজ মির্জা আবু হুরায়রা বেগ।
প্রতিষ্ঠানটির নবগঠিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা হলেন,
সভাপতি- আলহাজ্ব মাওলানা রেজাউল করিম বেগ। সহ-সভাপতি- মাওলানা শাহ মোহাম্মদ আব্দুছ ছবুর, সৈয়দ রিয়াজুল করিম।
সাধারণ সম্পাদক- মোঃ আরিফুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক- মির্জা শাহাবুদ্দিন মাসুদ বেগ, সৈয়দ আজমুল হক, আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুর রহমান সালেহ।
সদস্য-মোল্লা সাখাওয়াত হোসেন, হুমায়ুন মোল্লা, এম. এইচ রশিদ, মোঃ মাইনুল ইসলাম (রিপন), মির্জা ফাহাদ বেগ প্রমূখ।
প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক হলেন- আলহাজ্ব মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ।