বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আবেগঘন হলেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক দৃশ্যের অবতারণা হয়। বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মিসেস মাহমুদা সালাম পরম মমতায় মাতৃস্নেহে জননেতা তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন—যা আন্দোলন-সংগ্রামে নেতৃত্বের প্রতি আস্থা ও নৈতিক সমর্থনের স্পষ্ট বার্তা বহন করে।
এই সাক্ষাৎ শুধু মানবিক আবেগে সীমাবদ্ধ ছিল না; বরং এটি বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা, রাজনৈতিক ঐক্য ও সংগ্রামী চেতনার দৃঢ় প্রতিফলন। দীর্ঘ দমন-পীড়ন ও শোকের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে দল যে অবিচল—এই ঘটনাই তার প্রতীক। উপস্থিত নেতৃবৃন্দের সামনে মাতৃস্নেহের এই প্রকাশ কার্যত আন্দোলনের নৈতিক শক্তিকে আরও সুসংহত করেছে।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ শামসুজ্জামান মেহদী, মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী ও জামাতা জনাব এম হাসান উপস্থিত ছিলেন। রাজনৈতিক বাস্তবতায় এই সৌজন্য সাক্ষাৎ স্পষ্ট করে দিয়েছে—বিএনপির নেতৃত্ব কেবল সংগঠনিক নয়, নৈতিক ও আবেগী বন্ধনেও দৃঢ়; আর সেই বন্ধন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও তীব্র