বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার জবাবে ইরান চালু করেছে ‘অপারেশন ট্রু প্রমিজ’। এরই অংশ হিসেবে ১৪তম হামলা চালিয়েছে তেহরান। এ হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধংশ্ব করা হয়েছে। এতে ৫০ ইসরায়েলি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পার্স টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিজের ১৪তম হামলায় সম্পূর্ণ নতুন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তেহরান। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, আজকের হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওগুলোতে দেখা যায়, ইসরায়েলিরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাচ্ছে, কেউ কেউ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে, আবার কেউ আতঙ্কে উল্টোদিকে দৌড়াচ্ছে। এ সময় ভয়ংকর সাইরেনের শব্দ তাদের আতঙ্ককে আরও বাড়িয়ে তুলছে।
কিছু রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের আকাশে অন্তত ৫০টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যার মধ্যে প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই হাসপাতালের ভেতরের লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা গেছে।’