বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পূর্ব শেখদি, শনির আখড়া, যাত্রাবাড়ী ঢাকায় অবস্থিত আলহেরা জামে মসজিদ এর মূল গেইট আজ উদ্বোধন করেন উক্ত মসজিদ এর মোতালি, কমিটি, সাধারণ সম্পাদক, মোহাম্মদ কামাল হোসেন, খতিব হাফেজ মাওলানা মুফতি, আব্দুল হালিম আযহারী, আবু সুফিয়ান, বাবু, লিপটন এবং মসজিদের নিয়মিত মুসুল্লী গণ উপস্থিত ছিলেন।
৫ তোলা ভবন বিশিষ্ট মসজিদের প্রতিটা তলায় সুন্দর টাইলস এবং ১ম, ২য় তলায় এসির ব্যবস্থা সহ সুন্দর মনোরম পরিবেশন তৈরি করা সম্ভব হয়েছে এলাকা বাসীর সাহায্য, এবং সুন্দর উদ্যোগ এর মাধ্যমে।
একজন নিয়মিত মুসুল্লী হিসেবে বঙ্গ নিউজ বিডি 24 ডট কম, এবং বঙ্গ নিউজ বিডি টিভি এর সম্পাদক এস এম শাহজালাল সাইফুল সকলের পক্ষ থেকে আল হেরা জামে মসজিদ এর জন্য অনেক শুভ কামনা এবং দোয়া প্রার্থনা করেছে…