1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

করোনা মোকাবিলায় বাজেটের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনা মোকাবিলায় সারা পৃথিবীর দেশগুলো হিমশিম খাচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী বিশাল রাষ্ট্র তাদের দেশে দিনে তিন থেকে চার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে আমরা করোনাকে প্রতিহত করছি। করোনা মোকাবিলায় আমরা যুদ্ধ করে যাচ্ছি। বহু পরিমাণ বাজেটের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কম। তবু পাশের দেশে করোনার মহামারি আমাদের চিন্তার কারণ। তাদের করোনার আগুন না নিভলে আমাদের বাড়িতেও সে আগুন নিভবে না।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নবীনগর এলাকায় ভিত্তি প্রস্থর ও ফিতা কেটে খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যে সমস্যায় পড়ে গিয়েছিল কারণ ভারতের সাথে আমাদের সই করা চুক্তি ছিল কিন্তু এখন তারা ভ্যাকসিন দিতে পারছে না। তাই আমরা পরবর্তীতে চীন, রাশিয়া থেকে এখন ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।

মন্ত্রী বলেন, আগামী বাজেটে আমরা কোভিড ও ভ্যাকসিনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের মালিক খন্দকার আলখাছ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com