বঙ্গনিউজবিডি ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার চার মাসের মধ্যেই ইস্তফা দিলেন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়াত। সাংবিধানিক সংকট এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পদত্যাগের পর তীরথ বলেছেন, ‘করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সঙ্কট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছি।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নৈতিকতার কথা বললেও সূত্রের মতে, তীরথকে সরানোর কারণ আলাদা। দলের অভ্যন্তরীণ বিবাদ থামাতে তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তাতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই ভোটের আগে তাকে সরানোর কথা ভাবছিল দল।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে জল্পনার মধ্যে শুক্রবার রাতের দিকে রাজভবনে যান তীরথ। সেখানে রাজ্যপাল বেবি রানি মৌর্যের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের পরিবর্তে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তীরথ।
শনিবার দুপুর তিনটায় বিজেপির সদর দফতরে পরিষদীয় দলের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে।