এস এম শাহ্ জালাল সাইফুল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–০১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন রিটার্নিং কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসকের কাছ থেকে ধানের শীষ প্রতীকের বরাদ্দসংক্রান্ত চিঠি গ্রহণ করেন। এর মাধ্যমে কুমিল্লা–০১ আসনে বিএনপির প্রার্থীতা ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হলো।
দলীয় সূত্রে জানা গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব এই আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা–০১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের আনুষ্ঠানিকতা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও গতিশীল করে তুলবে।