1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল সহ আটক ২ শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত জুলাই আন্দোলনের পর আর্থিক সংকটে শহীদ মুগ্ধর পরিবার, বিচার প্রশ্নবিদ্ধ বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য, ড্রোন, সিসিটিভি ও বডি ক্যামেরার নজরদারি কোনো দলের পক্ষ নয়, নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য: সেনাপ্রধান হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু *বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি* তারেক রহমানের সঙ্গে কানাডা ও সুইজারল্যান্ডের কূটনৈতিকদের সৌজন্য সাক্ষাৎ

শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আলীনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী আবুল গণী মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এজিআইসিও ইউকের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার হোসাইনের উদ্যোগে এবং এজিআইসিও ইউকে বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় রামধা ত্রিমোহনীস্থ আলীনগর দর্পণ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মাঝে দলের প্রতীক ধানের শীষ খচিত মাফলার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ খতম পাঠ করা হয়। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে মরহুম হাজী আবুল গণী মিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ ও জাতির কল্যাণ এবং জীবিত ও প্রয়াত সকল মুসলমানের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিআইসিও ইউকের বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা ও আলীনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব। অনুষ্ঠান পরিচালনা করেন এজিআইসিও ইউকের বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি ও আলীনগর দর্পণের প্রতিষ্ঠাতা আবুল কাসিম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি শামীম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাসা গ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা তাজ উদ্দিন বিলাল।
বক্তারা বলেন, মরহুম হাজী আবুল গণী মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৮ সালে বিএনপিতে যোগদান করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে আলীনগর ইউনিয়নে বিএনপি একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তিনি ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ একজন সংগঠক, যিনি আজীবন দল ও আদর্শের প্রশ্নে আপসহীন ছিলেন। বক্তারা আরও স্মরণ করেন, শহীদ জিয়াউর রহমান কর্তৃক উদ্বোধিত কুশিয়ারা নদীর তীরবর্তী খরতি খাল খনন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মরহুম হাজী আবুল গণী মিয়া।
বক্তারা বলেন, মরহুমের আদর্শিক ধারাবাহিকতায় রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে এজিআইসিও ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, কমিউনিটি নেতা ও সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসাইনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে উপহারস্বরূপ ধানের শীষ খচিত দলীয় মাফলার বিতরণ করা হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুর রাজ্জাক, হেলাল আহমদ, বুট্টু আহমদ, বিএনপি নেতা কাওসার আহমদ, ছালিক উদ্দিন, করিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা তরুণ প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার লিটন, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা সুন্দর, সুসংগঠিত ও অর্থবহ আয়োজনের জন্য সমাজসেবক ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসাইনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com