কুমিল্লা প্রতিনিধি | দেবিদ্বার , কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চাঁদা না দেওয়ায় এক গ্যারেজ ব্যবসায়ীর ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এতে ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন এবং তার দোকান থেকে মোটরসাইকেল, নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ফরহাদুল ইসলাম (পিতা: শাহিদ মিয়া), দেবিদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং দেবিদ্বার পাঠান মার্কেটের একজন মোটরসাইকেল গ্যারেজ ব্যবসায়ী।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইয়াছিন, সাজ্জাদ, জনি আহম্মেদ রানা, অন্তর, রাম প্রসাদ ও সোহেল—এই ছয়জন স্থানীয় বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান করতে দেবে না এবং হত্যার হুমকি দেওয়া হয়।
গত ৫ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে, অভিযুক্তরা জোরপূর্বক তার দোকানে প্রবেশ করে। এ সময় বিবাদী সোহেল দোকানের ভেতরে ইয়াবা সেবন শুরু করে। ফরহাদুল ইসলাম বাধা দিলে তাকে উপেক্ষা করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের মধ্যকার কয়েকজন ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে সোহেলকে মারধর করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে এবং পরে সেই ঘটনাকে পুঁজি করে ফরহাদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়।
চাঁদা না পেয়ে ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইয়াছিনের নেতৃত্বে কথিত ‘এইচডি এস’ নামক কিশোর গ্যাংয়ের ৩৫–৪০ জন সদস্য তার গ্যারেজে হামলা চালায়। এতে ফরহাদুল ইসলাম ও একজন কাস্টমার মারাত্মকভাবে আহত হন।
হামলাকারীরা—৩টি মোটরসাইকেল (এর মধ্যে ২টি ব্যবসায়ীর ও ১টি কাস্টমারের), ৩টি মোবাইল ফোন,
নগদ ১,২০,০০০ টাকা, দোকানের যন্ত্রাংশ ও মালামালসহ প্রায় ১,৫০,০০০ টাকার পণ্য
লুট করে নিয়ে যায়। এছাড়াও হামলার পর ফরহাদুল ইসলামের কাছে আরও ৮০,০০০ টাকা চাঁদা দাবি করা হয় এবং দেবিদ্বার ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়।
বর্তমানে আহত ফরহাদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “আমি দিনমজুর মানুষ। ব্যবসা করে পরিবার চালাই। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ শরিফ, মোহাব্বত পাঠান ও রুমি আক্তার প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।