বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজনীতির মাঠে ফের দৃঢ় অবস্থানে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না। দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে চেম্বার আদালতের আদেশ বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
একই সঙ্গে ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম অন্তর্ভুক্ত সংক্রান্ত জারি করা রুল স্থগিত রেখেছেন আদালত। এ বিষয়ে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কেটে গেছে।
বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, এই আদেশ শুধু একজন প্রার্থীর জন্য নয়—বরং গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার পথে একটি ইতিবাচক বার্তা। কুমিল্লা-৪ আসনে এখন নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।