এস এম শাহ্ জালাল সাইফুল : পূর্ব শেখদী আল হেরা মসজিদের সেক্রেটারি জনাব শাহজাহান কামাল সাহেব আজ রাত আনুমানিক সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি পূর্ব শেখদী আল হেরা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী, মুসল্লি সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনাব শাহজাহান কামাল সাহেব ছিলেন একজন বিনয়ী, সদালাপী ও দায়িত্বশীল মানুষ। মসজিদকেন্দ্রিক সামাজিক ঐক্য গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আজ সকাল ১০টায় পূর্ব শেখদী, যাত্রাবাড়ী, ঢাকার আল হেরা জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ি উত্তর মতলব, চাঁদপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুম শাহজাহান কামাল সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।