এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা জেলার কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন ঘিরে চলমান আইনি জটিলতায় অবশেষে স্পষ্ট অবস্থান নিল হাইকোর্ট। আজ আদালত পূর্ববর্তী আদেশ স্থগিত করে উভয় আসনে বিএনপি প্রার্থীর পক্ষে দেওয়া রায় বহাল রেখেছেন, যা রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
হোমনা–তিতাস আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালতে আবেদন করেন। একই সঙ্গে দাউদকান্দি–মেঘনা ও হোমনা–তিতাস—এই দুই আসন সংক্রান্ত বিষয়েও পৃথকভাবে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে রায় প্রদান করেন এবং আজ সেই আদেশ স্থগিত রেখে দাউদকান্দি–মেঘনা ও হোমনা–তিতাস আসনের বৈধতা পূর্ণাঙ্গভাবে বহাল রাখেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ রায় কেবল একজন প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নয়—বরং নির্বাচনী রাজনীতিতে আইনের শাসন ও ন্যায়বিচারের গুরুত্বকে নতুন করে প্রতিষ্ঠা করল। দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও আইনি টানাপোড়েনের মধ্যে থাকা এই দুই আসনে আদালতের সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আদালতের এ সিদ্ধান্তে কুমিল্লার দুই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। দলীয় সূত্র বলছে, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিজয়।