ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে উচ্চ ফলনশীল বিনাধান-২৪ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ১শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মাজেদুল ইসলাম । ঠাকুরগাঁও সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন
বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসিরুল ইসলাম, বিনা রংপুর উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মাহমুদল হাসান।
বিনা রংপুর পরমাণু উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মাহমুদল হাসান বলেন, আজকের প্রশিক্ষণার্থী ১’শ কৃষকসহ সাড়ে ৩’শ কৃষকের মধ্যে মোট আড়াই টন বীজ এখানে বিতরণ করা হয়েছে। তিনি জানান, এই ধানের গাছ খাটো (৯৫-৯৭ সেমি) ও খাড়া হওয়ায় হেলে পড়ে না, গাছ শক্ত ও বলিষ্ঠ।ধানের দানা লম্বা ও মাঝারি চিকন।গড় ফলন ৬.৫ টন/হেক্টর। বিনাধান-২৪ একটি উচ্চফলনশীল জাত যা বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদিত।
এই ধানের উৎপাদনে কৃষকরা উৎসাহিত হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আরেকধাপ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। জাকির মোস্তাফিজ মিলু।