মোঃ সবুর শেখ,ফুলতলা উপজেলা প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন মানুষ ইংরেজি বর্ষ বরণ নিয়ে ব্যস্ত ঠিক সেই সময়ে, খুলনা জেলায় অবস্থিত শিরোমণি যুব উন্নয়ন সংস্থা ও শিরোমণি মহিলা উন্নয়ন সংস্থা এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।উক্ত সংস্থার উদ্যোগে,০১-০১-২৬ তারিখ, সাইট সেভারস ও খুলনা সরকারি বি এন এস বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প স্থানীয় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। যেখানে শত শত মানুষ তাদের প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা বিনামূল্যে গ্ৰহন করেছেন। তাদের এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, আকলিমা খাতুন, শিরীন ইবাদি, রিক্তা খানম, ফারিয়া তাবাসসুম, তানহা তাবাসসুম, ফাতেমা আক্তার, পারভীন ফেরদৌসী তৌহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।