ফেনী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী (জেইউএফ)। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাঝাঝির দিঘির পাড়স্থ সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যালয়ে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাছান লিটন সহ ইউনিয়নের সদস্য মুনির উদ্দিন, আবরার হোসেন চৌধুরী, শাহ শহিদ, ইকবাল হোসেন,সাহেদ সাব্বির,
মুজাহিদুল ইসলাম জাবের,মোহাম্মদ হারুন,ওবায়েদ উল্যাহ ,তানজিদ শুভ, জোসনা আরা,শোয়াইব হোসেন সুমন, উপস্থিত ছিলেন।
শাখাওয়াত হোসেন, মেহেরুন নেছা, তানভীর হামজা, কনক চন্দ্র বনিক প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজী নুরুল হক জামে মসজিদের খতিব মাওলানা আজিজ উল্লাহ আহমদী।
দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ
বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক রূপান্তরে তিনি এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুতে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল। এ শোকাবহ মুহূর্তে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।