এস এম শাহ্ জালাল সাইফুল : আলহামদুলিল্লাহ—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে সফল চিকিৎসা শেষে আজ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বিএনপির এক শীর্ষ নেতা জানান,
“ডা. মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে ভ্রমণের অনুমতি দিয়েছেন। ইনশাআল্লাহ, তিনি নিরাপদেই দেশে পৌঁছাবেন।”
দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশে ফেরাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, চিকিৎসার প্রয়োজনে তিনি গত কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করছিলেন।