নিজস্ব প্রতিবেদক : ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর আদরের ছোট ভাই, মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে তিনি কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দীর্ঘদিন পর দেশে ফিরে নানা কর্মসূচির অংশ হিসেবে পরিবারের প্রিয়জনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতায় তারেক রহমান কোকোর কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। তাঁর অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।