ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’ শীর্ষক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদনের জনমত যাচাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), ঠাকুরগাঁও এর সম্মেলন কক্ষে সোমবার বিকালে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর প্রকল্প পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক তামিম হাসান, বিশেষ অতিথি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম।
শিল্প মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অধীনস্থ আকচা ইউনিয়ন এ ৫০ একর জায়গায় “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুসারে প্রকল্পটি “লাল” শ্রেণীর অন্তর্গত, যাতে পরিবেশগত প্রভাব নিরূপন সমীক্ষা পরিচালনা করে পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদন প্রস্তুত করার পর জনমত যাচাই এর বিধান রয়েছে।
“বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন ও দেশের উন্নয়ন স্বার্থে উক্ত প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ সমীক্ষা জনমত যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মত প্রকাশ করেন।