বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যাসহ ২৫টি মামলার দুর্ধর্ষ আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ২৩টিরও বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গজারিয়ার আলোচিত শ্যুটার মান্নান, হৃদয় বাঘ এবং জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি এই লালু।
অভিযানে গ্রেপ্তার হওয়া লালুর অন্য তিন সহযোগী হলেন— উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং ভাই জসিম (৪৫)। তারা সবাই জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার রাজধানী ঢাকার হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।