আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে লোগাং জোনের আওতাধীন পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রকারবারী পাড়া এলাকায় ১০টি পরিবারের জন্য একটি নলকূপ এবং লোগাং বিওপির দায়িত্বপূর্ণ অংজ মগপাড়া এলাকায় ৮টি পরিবারের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। পাশাপাশি উজেয়া বৌদ্ধ বিহারের সংস্কার কাজে ব্যবহারের জন্য ৭ বান্ডিল ঢেউটিন হস্তান্তর করা হয়।
এছাড়া ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে লোগাং বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একই দিনে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্বে পুজগাং বিজিবি ক্যাম্প ও লোগাং বিওপির আওতাধীন এলাকার স্থানীয় হেডম্যান, কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।