ফুলতলা উপজেলা প্রতিনিধি : খুলনার ফুলতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের সূত্র মতে,
মামলা নম্বর-৫, তারিখ ১২ ডিসেম্বর ২০২৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ০৬(১) সারণির ১৯(ক) ও ০৬(১) সারণির ১০(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে। ফুলতলা থানাধীন দামোদর গ্রামের ফুলতলা থানার সামনে বিট সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ১০ (দশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক কৃত আসামির নাম মোঃ রুবেল খন্দকার (৩০)। তিনি মৃত হেমায়েত খন্দকার ও মৃত শিউলী বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা সাং-আলকা (উত্তরপাড়া সালামের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফুলতলা, জেলা-খুলনা। এছাড়া তিনি পয়গ্রাম (পালপাড়া) এলাকায় ফুফু নাসিমা বেগমের বাড়িতে বসবাস করতেন।
এ ঘটনায় মামলার বাদী হয়েছেন এস.আই শফিকুল ইসলাম। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।