নিজস্ব প্রতিবেদকঃ সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা নাছির উদ্দীন লন্ডনী ও আশরাফ উদ্দিন লন্ডনীর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত বছর ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় প্রধান আসামি নিজাম হাজারীর এজেন্ডা নিয়ে ফেনীতে সক্রিয় লন্ডন আওয়ামীলীগ নেতা নাছির লন্ডনী ও তার ভাই আশরাফ উদ্দিন লন্ডনী। জানাগেছে, পলাতক নিজাম হাজারীর ঘনিষ্ঠ বন্ধু নাছির উদ্দীন লন্ডনী তার ভাই আশরাফ উদ্দিন লন্ডনী সম্প্রতি ঢাকায় ও ফেনীতে আওয়ামীলীগ পুনর্গঠন ও সরকার বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে কাজ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাছির ও আশরাফের নানা ছবি ভাইরাল হয়েছে।
এসব ছবিতে দেখা যাচ্ছে নিজাম হাজারীর সাথে লন্ডনে নাছিরও আশরাফের একান্তে কাটানো কিছু ছবি। এছাড়াও ফেনী ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর সাথেও একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অপরদিকে অন্য একটি ছবিতে দেখা যায় বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফটোকার্ড, যেখানে লেখা ভারতে বসে সরকার বিরোধী ষড়যন্ত্র করছেনা লন্ডন আওয়ামীলীগের নেতা নাছির ও আশরাফ উদ্দিন লন্ডনী। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় নিজাম হাজারীর সাথে একান্তে সময় কাটাচ্ছেন। আরো একটি ছবিতে দেখা যাচ্ছে ৪ আগস্টের আগে নিজাম হাজারীও মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন মিটিং করেছেন।
এসব ভাইরাল ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন ফেনীর গণহত্যার নেপথ্যের নায়ক ও অর্থদাতা ছিলেন এ দুই ভাই।
অন্যদিকে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এমপি ও মন্ত্রীদের সাথে এসব ছবি প্রবাসে বসে সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করছেন বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা। ৪ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার বিএনপি ও জামাতের কিছু নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে ফেনী ও ঢাকায় সক্রিয় হচ্ছেন বলে জানা গেছে।
এর আগে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সময় নিজাম হাজারীর কোটি-কোটি টাকা লন্ডনে পাচার করেছেন লন্ডন আওয়ামী নেতা নাছির ও আশরাফ উদ্দিন লন্ডনী। এ দুই ভাইয়ের সাথে লন্ডন প্রবাসী নিজাম হাজারীর ভাই কুতুবউদ্দিন হাজারী সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
অনুসন্ধানে আরো জানাযায়, নিজাম হাজারীর বিশেষ মিশন নিয়ে ফেনী ও ঢাকাতে ঘুরে বেড়াচ্ছেন লন্ডন আওয়ামীলীগ নেতা নাসির লন্ডনী ও আশরাফ লন্ডনী। তারা ফেনী ২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর বন্ধু ও লন্ডন আওয়ামীলীগ এর অন্যতম নেতা মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ভাই আশরাফ উদ্দিন দেশে রাজনৈতিক পদ না থাকায় অনেকে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা জানেননা, এ সুযোগে তাদের বিশেষ মিশনে দেশে পাঠিয়েছে নিজাম উদ্দিন হাজারী।
অন্য একটি সূত্র জানাযায়, দেশে আসার আগে টিউলিপ সিদ্দিকের সাথে একাধিক মিটিং করেছে। এদিকে বিএনপির কিছু সিনিয়র নেতার সাথে আত্মীয়তার সম্পর্কের কারণে তারা এসব ষড়যন্ত্রে সক্রিয় হওয়ায় সুযোগ পাচ্ছেন।
জানাগেছে, ১৯৯৬ সালে দলীয় প্রভাব বিস্তার করে সোনাগাজীতে একাধিক বিএনপি অফিস পুড়িয়েছে নাছির উদ্দীন লন্ডনী,এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতা-কর্মীদের নীরবে নির্যাতন করেছেন। সোনাগাজী বাজারের জেলে বাড়ির পাশে প্রায় ৫০ বছরের চলাচলের রাস্তা আটকে রেখে দেওয়াল নির্মাণ করেছেন স্বৈরাচার হাসিনা সরকারের দোসর নাছির উদ্দীন লন্ডনী ও আশরাফ উদ্দিন লন্ডনী।
এসব অভিযোগের বিষয়ে জানতে নাছির উদ্দীন লন্ডনী ও আশরাফ উদ্দিন লন্ডনীর সাথে মোবাইল ফোন দিলে তিনি রিসিভ করেননি।