এস এম শাহ জালাল সাইফুল : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের শেখদী এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। রান্নাবান্না থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এক মাস আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে সাক্ষাৎ করেও এখনো কোনো কার্যকর সমাধান না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, রায়েরবাগ জোনাল গ্যাস অফিস, মতিঝিল গ্যাস অফিস এবং কাওরান বাজারস্থ তিতাস গ্যাসের হেড অফিসে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নবী উল্লা নবী এবং শেখদী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এক মাস আগে তিতাসের এমডির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এমডি দশ দিনের মধ্যে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেও এক মাস পার হয়ে গেলেও কোনো অগ্রগতি নেই।
এরই পরিপ্রেক্ষিতে আজ শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে গ্যাস সংকট নিরসনে করণীয় বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল হেরা জামে মসজিদের সেক্রেটারি কামাল হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। বারবার আশ্বাস পেলেও কোনো বাস্তব সমাধান হচ্ছে না।”
শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাসপটি মসজিদের সেক্রেটারি মুক্তি আলি খান, এসএম জাহাঙ্গীর হোসেন, হাজী সোয়েল, শামীম আহমেদ, পূর্ব শেখদী গ্যাস সমাধান কমিটির নেতৃবৃন্দ এবং বটতলা জামে মসজিদের সভাপতি মোস্তফা কামাল পাশা।
বক্তারা অবিলম্বে শেখদী এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এলাকাবাসী আগামীকালের ঘেরাও কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছেন।