কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষের অশ্রুসিক্ত দোয়া ও প্রার্থনা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর উদ্যোগে পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে বিশেষ দোয়া–প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গোরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখা যায়—দোয়া মাহফিলে সাধারণ মানুষের ঢল নেমেছে। মসজিদ-মাদরাসায় হাত তুলেছেন হাজারো মুসল্লি; আর মন্দিরে ভক্তরা আরতির সঙ্গে চোখের পানি ফেলে করেছেন খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম সুবা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক বিপি রফিক, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা ইদ্রিস আলী, লেনিন, মোশারসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি এই জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। আল্লাহ তাঁর দ্রুত আরোগ্য দান করুন।”
এদিকে মন্দিরের প্রার্থনায়ও ভক্তদের কান্না দেখা গেছে। অংশগ্রহণকারীরা জানান, “মানুষ হিসেবে, দেশমাতা হিসেবে আমরা তাঁর সুস্থতা কামনা করি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এটাই সবার প্রার্থনা।”
প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত এসব দোয়া ও প্রার্থনায় সাধারণ মানুষ, নেতা-কর্মী, ধর্মীয় শিক্ষার্থী, মাদ্রাসা ও এতিমখানার শিশুরাও অংশ নেয়।