ঠাকুরগাঁও প্রতিনিধি : বিসিক জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উদ্যোগে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে ১৮-২৭ নভেম্বর বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই ভেন্যুতে ২৮-৩০ তারিখ ক্রেতা-বিক্রেতা সম্মিলনের আয়োজন করা হয়। ক্রেতা-বিক্রেতা সম্মিলনের অংশ হিসেবে ‘কৃষিভিত্তিক শিল্পের বিপণনে সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জেলার বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁও বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাজমুল হক সুমন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিসিক ঢাকা’র উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জিয়াউল হক এবং ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
সেমিনার শেষে বিসিক উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সনদ ও শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। সন্ধ্যার পর বিসিকের আয়োজনে শিল্পকলার শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়
মেলায় অর্ধশতের অধিক স্টল দেওয়া হয়েছিলো। তার মধ্যে ২৫ টি স্টল ছিল নারী উদ্যোক্তাদের। দেশের বিভিন্ন প্রান্ত ( রাংগামাটি, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল, গাজীপুর, দিনাজপুর )বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের ১৫টি স্টল ছিল
তৃতীয়লিংগের মাহির স্টলটি(বেবী হ্যান্ডিক্যাপ্টস) বিসিক বিনামূল্যে প্রদান করে।