আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী শহরের শাহিন একাডেমি র্যাব ক্যাম্প এলাকার হাসেম ম্যানশনের বাসিন্দা বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না এবং মেহেদী হাসান আকাশের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন ২৭টি পরিবার।
ভুক্তভোগীরা জানান, হাসেম ম্যানশনের একই পরিবারের এই তিনজন চতুরতার সঙ্গে একই ভবনের ছয়টি ফ্ল্যাট মোট ২৭ জনের কাছে বন্ধক রেখে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তারা ধাপে ধাপে একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক রাখেন।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে আয়েশা ও তার দুই ছেলে আত্মগোপনে চলে যান।
ক্ষুব্ধ ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচার প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতারণার ঘটনায় দায়ের করা আটটি মামলার মধ্যে চারটিতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়, এই প্রতারণার কারণে বহু পরিবার এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।