সংবাদদাতা,এইচ এম গোলাম কিবরিয়া রাকিব : আগামী ২৩ নভেম্বর রবিবার, সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতীব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর এর এ বৃহৎ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক জনাব আব্দুস সালাম খাঁন, কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ কুমিল্লা শীর্ষ আলেমগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান,মহাসচিব মহোদয়সহ কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।
উক্ত সম্মেলনে ইমাম খতীব ও মাদরাসা শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সম্মেলনকে সফল করতে সকলের প্রতি বিশেষ সহযোগিতা কামনায় আমন্ত্রণ জানিয়েছেন
সংগঠনির মাননীয় চেয়ারম্যান, শায়েখ মুফতী শামীম মজুমদার।এতে সভাপতিত্ব করবেন, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্মসচিব, কুমিল্লা মহানগরীর সভাপতি, ভিক্টোরিয়া সরকারি কলেজ কান্দিরপাড় কুমিল্লার খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।