1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গোয়ালমারী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া কৃষি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি : তারেক রহমানের কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব

কালিহাতীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃ-ত্যু ।।। র ক্তা ক্ত মরদেহ উদ্ধার, থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির পাশের জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে শওকত কামাল খান (৭০) নামে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত ওয়াজেদ আলী খানের ছেলে এবং ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত কামাল দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করলেও বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের কাজের লোক ছেন্টু জানান, স্যার প্রায় ২০ দিন আগে ঢাকায় থেকে এসে বাড়ি সংস্কারের কাজ করছিলেন। মঙ্গলবার কাজ শেষে আমি বাড়ি চলে যাই। সন্ধ্যায় তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। সকালে শুনি, তাকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি, জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।

নিহতের বড় মেয়ে আবেগভরে বলেন, আমি চট্টগ্রামে চাকরি করি। এমন মৃত্যু কখনো কল্পনাও করিনি। আমার আব্বুকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই চাই—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে চূড়ান্ত বিচার নিশ্চিত করা হোক।

ছোট মেয়ে বলেন, আমি তখন সাভারে হলে ছিলাম। খবর পেয়ে ছুটে আসি। আব্বুর এমন মৃত্যু কখনোই আশা করিনি। আমরা চাই, দোষীরা যেন আইনের আওতায় আসে।

নিহতের ছেলে ও মামলার বাদী নাহিদ জানান,
আমি তখন ঢাকায় ছিলাম। ফোন পেয়ে চলে আসি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না, তবে চাই আইনের মাধ্যমে সত্য উদ্ঘাটন ও দোষীদের বিচার হোক।

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি বলেন, আমাদের চারান গ্রামে গত ১০০ বছরে ও এমন ঘটনা ঘটেনি। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। এ ঘটনাটি খুব দুঃখজনক। এরকম ঘটনার বিচার দাবী করছি।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে, শান্ত ও শিক্ষিত এক মানুষের এমন নির্মম মৃত্যুতে এলাকায় চলছে তীব্র আলোচনা। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জোর তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com