মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নি:স্ব হয়ে গেছে ক্ষুদ্র এই দোকানীরা। আনুমানিক ক্ষতির পরিমান ১০ লাখ টাকা।
শনিবার (৮ নভেম্বর) ভোরে ৪টার উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা চন্দন জানায়, ভোর সাড়ে ৪টার দিকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে সঞ্জু মিয়া, মনা, নারায়ণ, টিটু, ক্ষুধিরাম ও কলিম উল্লাহসহ আটজনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ঔষধের দোকান,হোটেল, কাপড়ের দোকান ও গোডাউন ছিল।
প্রত্যক্ষদর্শী আসলাম জানান, চোখের সামনেই একটার পর একটা দোকান পুড়ে গেল। আমরা কিছুই করতে পারিনি, কিভাবে কী হলো বুঝতেই পারছি না
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।