রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে,
নিহত সাথী বড়ুয়া ২০১৬ সালের ১৫ ডিসেম্বর থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
জানা গেছে, দেবাশীষ নগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাথী বড়ুয়া অসুস্থতার কারণে ৬ দিনের ছুটি নেন। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি জরুরি বিভাগের নিকটস্থ ১৬ নম্বর কক্ষের নার্স চেঞ্জিং রুমে বিশ্রাম নিতে যান। সেখানেই জানালার গ্রিলের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “সাথী বড়ুয়া কিছুদিন ধরে অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে আমরা ঘটনাটি জানতে পারি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মানসিক চাপে ভুগছিলেন।”
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও পূর্ণ তদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।