আবুল হাসনাত তুহিন ফেনী:- পহেলা নভেম্বর সকালে ফেনীর মাস্টাপাড়া অবস্থিত পুরাতন জেল কারাগার ইউনিট ২ উদ্বোধনের মধ্য দিয়ে ফের চালুকরা হয়েছে।বিশেষায়িত এই কারাগারে চট্টগ্রাম বিভাগের ৭টি জজকোর্টে বি’চা’রাধীন ‘মা’ম’লার আ’সা’মিদের রাখা হবে জানা গেছে
আজ প্রথমদিনে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৮০ জন আ’সা’মি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জেলসুপার দিদারুল আলম। এসময় আগত ১৮০ কারাবন্দীকে ফুলেল শুভেচছা জানানো হয়।
তিনি আরো জানান, জেল সুপার,জেলার,মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ ৭০ জন কর্মকর্তা – কর্মচারি পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ৮৮জনকে পদায়ন করা হবে।