বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সিলেট নগরীর মেজরটিলা এলাকাস্থ সিদ্দিক প্লাজা মার্কেট এর গ্যারেজ থেকে ফেইথ বোরকা বাজার এন্ড লেডিস শপ এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক ইমরান এর নামীয় লাল রংয়ের গ্লামার মোটর সাইকেল চুরি হয়ে গেছে।
গত ১৮ অক্টোবর শনিবার বিকাল আনুমানিক ৪টা থেকে রাত ১০টার মধ্যবর্তী যেকোনো এক সময় মোটর সাইকেলটি চুরি হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, সিলেটের শাহপরান (রহ:) থানাধিন ইসলাম পুরের মোহাম্মদপুর মহল্লার ২৯নং বাসার বাসিন্দা মোঃ আব্দুল করিম এর ছেলে মোঃ ইমদাদুল হক ইমরান গত ১৮/১০/২০২৫ ইং তারিখ আনুমানিক বিকাল ৪টার সময় মেজরটিলাস্থ সিদ্দিক প্লাজা মার্কেট এর গ্যারেজে তার নামীয় লাল রংয়ের গ্লামার মোটর সাইকেল যাহার রেজি: নং- সিলেট মেট্রো-হ-১১-৫১৭০, চেসিস নং- MBLJA06ANGGB00384, ইঞ্জিন JA06EJGGB01144, যাহার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা গাড়িটি রেখে নিজের ব্যবসা প্রতিষ্ঠান যান। সেই সুযোগে অজ্ঞাতনামা চোর/চোরেরা গ্যারেজে প্রবেশ করে মোটর সাইকেল গাড়ির গার লক ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ঐদিন রাত ১০টায় গ্যারেজে গিয়ে সে দেখি পায় তার মোটর সাইকেলটি নেই।
ব্যবসায়ীগণকে অবগত করে তাদের পরামর্শে এসএমপি’র শাহপরান (রহ:) থানায় মোঃ ইমদাদুল হক ইমরান একটি সাধারণ ডায়েরী করেন।
উল্লেখ্য যে, উপরোক্ত ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে।