সংবাদ প্রতিবেদক: কাজল : তারিখ: ১৭ অক্টোবর ২০২৫, রোজ শুক্রবার গাজীপুর জেলার শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলমান মেলার ভেতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, মেলার আড়ালে চলছে জুয়া, বাজি ও অশালীন আড্ডার মতো অবৈধ কার্যক্রম, যা সমাজ ও তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে।
প্রতিবাদকারীরা জানান, তারা মেলার বিরোধী নন; তবে মেলার নামে অসামাজিক কার্যক্রম কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, অবিলম্বে এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর একটাই আহ্বান—
মেলা চলুক আনন্দে, কিন্তু নৈতিকতার সীমার ভেতরে।