1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ

মুখরোচক খাবারের পাশাপাশি লাইভ মিউজিক নিয়ে এসেছে আইসিসিএল গোরমে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। শনিবার (১১ অক্টোবর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আইসিসিএল গোরমে চালু করা হয়।
আয়োজন উপলক্ষে আইসিসিএলে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা সহ আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একইসাথে, অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে।
আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীগ্রই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে একত্রিত হয়েছেন। নির্ভরযোগ্য ও বিশ্বমানের সেবা, সুবিশাল হল, সুবিন্যস্ত পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং দক্ষ ও সহযোগিতা-পরায়ণ কর্মীদল আইসিসিএলকে বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে। মুখরোচক সব খাবারের জন্য এখন শহরের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে এই কনভেনশন সেন্টারটি।
এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি আমরা।”
অনুষ্ঠানে আগত অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আইসিসিএল গোরমের লাইভ মিউজিক মানুষের মাঝে ইতিবাচক ধারণার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
আইসিসিএল সম্পর্কে
ঢাকার মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) কর্পোরেট ইভেন্ট, বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান। এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে আইসিসিএল প্রতিটি ইভেন্টকে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে; প্রতিটি ছোটো-বড়ো বিষয়ে গভীর মনোযোগ দিচ্ছে, আয়োজন নিখুঁতভাবে বাস্তবায়ন করছে এবং পেশাদারিত্বের সাথে যথাযথ সেবা নিশ্চিত করছে। আইসিসিএলে ১৪,০০০ বর্গফুট আয়তনের দুইটি প্রশস্ত হল রয়েছে, যা রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ অতিথি ও থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণ করতে সক্ষম। এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে; যা আইসিসিএলে ইভেন্ট আয়োজনের জন্য আরও নিখুঁত পরিবেশ তৈরি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com