বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পালের বিচার দাবি করেছে বন্দর এলাকার সর্রবস্ত্রেরের কোরআন প্রেমিক তাওহীদি জনতা
এই সময় বিভিন্ন শ্রেণী পেসার আলেম ওলামারা বক্তব্য রাখেন বক্তারা বলেন
‘নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পালের (অপূর্ব পাল) কোরআন অবমাননার জঘন্য ভিডিও দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে ও সুস্থ মস্তিস্কে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাঁর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি। বক্তারা আরও বলেন ধর্ম অবমাননা রোধ করতে হলে সর্বোচ্চ শাস্তির আইন করার কোনো বিকল্প নেই কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা আরও বলেন আমরা যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। আর ছাড় দেওয়া যাবে না।’
বিক্ষোভ মিছিল শেষে ১ নং সড়কস্থ বন্দর নতুন মার্কেট জামে মসজিদ প্রাংগনের ,সমাবেশে, মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বন্দর পোর্ট কলোনী ১ নং সড়কস্থ বন্দর নতুন মার্কেট জামে মসজিদ এর সম্মানিত খতিব ও পেস ইমাম মাওলানা নরুল আনসার সাহেব
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
বন্দর পোর্ট কলোনী ১৩ নং জামে মসজিদ এর সম্মানিত খতিব মুফতি আবদুল্লাহ আল মামুন সাহেব ,এবং সম্মানিত আলেম ওলামা বক্তব্য রাখেন
গত মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বন্দর এলাকার পোর্ট কলোনী ৮ নং সড়কস্থ বন্দর প্রধান জামে মসজিদ প্রাংগন থেকে চট্রগাম রেলওয়ে ট্রেনিং একাডেমি গেইট , পোর্ট কলোনী ১২ নং রোড মোড়, বন্দর নতুন মার্কেট প্রধান গেইট,পোর্ট কানেক্টিং রোড পদক্ষিন করে বিক্ষোভ মিছিল টি ,
১ নং সড়কস্থ বন্দর নতুন মার্কেট জামে মসজিদ প্রাংগনে গিয়ে শেষ হয়
এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দেশ ও দেশের সর্বস্তরের মুসলিম জন সাধারনের জন্যে দোয়া করা হয়।