কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার অলুয়া গ্রামের মোঃ সুজন (১৯) কিশোরগ্যাংয়ের হামলায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মোঃ আবুল কালাম আজাদের পুত্র।
জানা যায়, প্রায় ১৪-১৫ দিন আগে ক্ষুদ্র একটি ঘটনাকে কেন্দ্র করে মনোহরপুর গ্রামের কিশোরগ্যাং প্রধান আওয়ামী লীগের দোসর এলাকার বিশিষ্ট মাদক কারবারি আরিফুল ইসলামের (পিতা সুবাহান মৌলভী, গ্রাম মনোহরপুর, থানা ব্রাহ্মণপাড়া , জেলা কুমিল্লা) নেতৃত্বে একদল সন্ত্রাসী অলুয়া গ্রামে প্রবেশ করে সুজনের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ১৪ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে আজ (৬ অক্টোবর) বিকেলে সুজন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মনোহরপুর গ্রামের ওই কিশোরগ্যাং সদস্যরা পূর্বশত্রুতার জেরে অলুয়া গ্রামে ঢুকে সুজনকে বেধড়ক পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
সুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।