মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ২৪সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বীজ পেষণকারী বিভাগের যন্ত্রপাতি ও কাচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসক বিগ্রেডিয়ার(অব.) আশরাফ আলী বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি বলেন, গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কোন হতাহতের ঘটনা নেই৷