কামরুন তানিয়া, কক্সবাজার জেলা : বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের কার্যকরী কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থা। শুক্রবার বিকালে প্রেসক্লাব সভাপতি কবি,সিনিয়র সাংবাদিক হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার নেতৃত্বে কক্সবাজার সফরে আসা কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দরা।
মাহাবুব আলম এর সভাপতিত্বে ও মমতাজ উদ্দিন বাহারীর সঞ্চলনায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, সহ সাধারন সম্পাদক আমানউল্লাহ সিকদার, রতন দাশ যুগ্ন সাধারণ সম্পাদক আজাদ সহ উখিয়া উপজেলা শাখার সভাপতি কামরুন তানিয়া সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত। তারা জাতীয় প্রেসক্লাব নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে কক্সবাজারের সাংবাদিকতার পরিবেশ, সুযোগ-সুবিধা ও সমস্যাবলি তুলে ধরেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ কক্সবাজারের সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা জাতির কণ্ঠস্বর। কক্সবাজারের সাংবাদিক সমাজ দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতীয় প্রেসক্লাব সবসময় তাদের পাশে থাকবে।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় প্রেসক্লাবের সাথে এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে কক্সবাজারে সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রমে জাতীয় প্রেসক্লাবের সহযোগিতা কামনা করা হয়।
কক্সবাজার সাংবাদিক মহলের অনেকে মনে করছেন, এই সফরের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবের সঙ্গে জেলার সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো। তারা বলেন, রাজধানীর বাইরের সাংবাদিকদের পাশে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ সরাসরি দাঁড়ানো নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। আগামীতে আরও সুন্দর, সুশীল সমাজের জন্য দেশের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।