নিজস্ব প্রতিবেদক : গত,০৪-০৮-২০২৫ ইং- সোমবার বেলা আড়াইটার সময়ে সাতপাড়া জোফর আলী ( সোয়ারমাহমুদ) হাজ্বী বাড়ি থেকে ফরহাদ ভূইয়া ও সেলিম ভূইয়ার নেতৃত্বে অজ্ঞাত ২০ থেকে ২৫ জন লোক এসে মিথ্যা চুরির অপবাদ দিয়ে জোরপূর্বক একটি গাভী গরু ও গাভীর বাছুর নিয়ে যায় বলে। আজ, ২১-০৮-২০২৫ইং-বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সাতপাড়া জোফর আলী হাজী বাড়িতে গরুর মালিক, মোঃ আলামিন ও তার সহধর্মী তানিয়া আক্তার এবং গরু-বাছুর বিক্রয় কারী রেহেনার যৌথ উদ্দ্যেগে সংবাদ সম্মেলনের মাধ্যমে, উপস্হিত সাংবাদিক দের বলেন যে, গত তিন মাস আগে আমি তানিয়া আক্তার, একটি গাভী গরু ও গাভীর বাছুর সহ এক লক্ষ সত্তর হাজার টাকায় ক্রয় করি এবং তিন মাস যাবৎ লালন পালনে আনুমানিক খরচ ত্রিশ হাজার টাকা। রেহেনা আক্তার ( শিরিনা ) স্বামী মৃতঃ মোঃ সাইফুল ইসলাম সুন্দলপুর ইউনিয়ন, গ্রাম সুন্দলপুর পূর্ব পাড়া,পোস্ট দশপাড়া, থানা, দাউদকান্দি, জেলা কুমিল্লা এর কাছ থেকে ক্রয় করি । সাক্ষী ছিলেন, ১। মোঃ রবিউল (২৮) পিতা অজ্ঞাত ২। মোঃ ইব্রাহিম (৩৭) পিতা মোঃ দিলু মিয়া উভয় সাং – সুন্দলপুর পূর্ব পাড়া। গরু বাছুর বিক্রয় কারী রেহেনা আক্তার (শিরিনা) কে সাংবাদিক বৃন্দ জিজ্ঞেস করলে বলেন যে আমার স্বামী মা-রা যাওয়ার পর অভাব অনটনে দিন কাটাচ্ছি বলে আমি একটি গাভী গরু ও বাছুর সহ এক লক্ষ সত্তর হাজার টাকায় সাক্ষীদের সম্মুখে তানিয়ার কাছে বিক্রি করে থাকি। স্বামী হারা বিদবা রেহেনা আক্তার বলেন যে গত,০৪/০৮/২০২৫ইং- সোমবার দুপুর আড়াই টার সময়ে কুপ্রস্তাব কারী, সেলিম ভূইয়া, ফরহাদ ভূইয়ার নেতৃত্বে অজ্ঞাত ২০থেকে ২৫ জন লোক এসে বলে জোরপূর্বক আমার বিক্রিত গরু বাছুর ক্রয় কারী তানিয়া আক্তার, স্বামী, মোঃ আলামিন, গ্রাম বড় সাতপাড়া হাজী বাড়ি থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে গরু বাছুর তারা সুন্দলপুর পূর্ব পাড়া গ্রামের বাড়িতে নিয়ে যায়। স্বামী হারা বিদবা নারী আরো বলেন যে, গত কয়েক মাস যাবৎ আমাকে সেলিম ভূইয়া ( আমার শশুর) সহ আরো কয়েক জন আপত্তি কর প্রস্তাব দিয়ে থাকে তাতে আমি রাজি না হওয়ায় আমার বিক্রিত গরু চুরির অপবাদ দিয়ে গরু বাছুর ক্রয় কারীর বাড়ি থেকে নিয়ে যায় বলে, সাংবাদিক দের জানান । তাৎক্ষনাক, প্রতিবেদক, ফরহাদ ভূইয়া ও সেলিম ভূইয়ার সাথে একাধিকবার ০১৬২৪৩৪৯৪৭৪, 01818920242
নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করা যায়নি। পরিশেষে, ক্রয়কারী ও বিক্রিয় কারী, তানিয়া আক্তার ও রেহেনা আক্তার ( শিরিন) প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে গরু বাছুর উদ্ধার করা সহ তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করে থাকেন।