খুলনা প্রতিনিধি নাহিদা আক্তার লাকী : খুলনা বটিয়াঘাটা জলমা
ইউনিয়নের
যুবদল নেতাকে কুপিয়ে হত্যার
চেস্টা করেছেন যুবদলের
নেতা কর্মীরা,
বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়নের
দারোগা বিট এলাকার
৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদলকে, ধারালো অস্ত্র দিয়ে
জখম করে
কিছু লোক, যুবদলের
নেতা কর্মীরা,ওহিদুল ইসলাম বাদলকে কুপিয়েছে সন্ত্রাসীরা চলে যায় তাকে
রাস্তায় ফেলে পরে
ওখানকার এলাকাবাসি
বাদলকে আহত
অবস্থায় দেখে খুলনা
মেডিকেল হাসপাতালে ভর্তি
করে, খুলনা মেডিকেল হাসপাতালে
গনমাধ্যম কর্মিরা সংবাদটি
পেয়ে বাদলের কাছে পৌঁছাই
এবং গনমাধ্যম কর্মিরা দেখেন
বাদল অনেক আহত অবস্থায় আছে,
এবং বাদল গনমাধ্যম কর্মিদের
জানাই যুবদলের কিন্তু নেতা
কর্মি বাদলকে কুপিয়েছে
কুরাল দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা
করার চেষ্টা করেছেন,
পুর্বে দলিও কিছু বিষয়ে
তাদের সাথে অনেক রাগারাগী ছিল এবং
অনেক সময় অনেক
হুমকি দিয়েছে তারা
যারা আজ বাদলকে
কুপিয়েছে, আগের রাগারাগীর
জের ধরে আজ তাকে কুপিয়েছে
এবং বাদল আরো জানাই
যারা তাকে এই হত্যার চেষ্টা
করেছে তাদের সাজা
দাবি করছে
,